বেনাপোল পোর্ট থানা এলাকার এক চায়ের দোকানে ফেলে যাওয়া শিশুর পরিচয় পাওয়া গেছে। মা নিজেই ওই দোকানে ফেলে রেখে যায় সন্তানকে। বিষয়টি নিশ্চিত করেছেন পোর্ট থানার ওসি মামুন খান। তিনি আরো জানান, শিশুটির নাম আলিফ হাসান। বয়স এক বছর। নড়াইল কালিয়া উপজেলার খড়লিয়া গ্রামের কালু মিয়ার ছেলে। মা মুন্নি বেগমের সাথে বাবার সম্পর্ক খারাপ হওয়ায় মা নিজেই আলিফকে ফেলে রেখে যায়। আজ
দুপুর ১১ টা ৫০ মিনিটে বেনাপোল পোর্ট থানা পুলিশ কালুর হাতে ছেলেকে হস্তান্তর করেন।
উল্লেখ্য, বেনাপোল আল-আরাফাহ্ ব্যাংকের সাথে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের চায়ের দোকানে আলিফকে বাথরুমে যাওয়ার কথা বলে মা মুন্নি দোকানের সামনে রেখে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর মুন্নি ফিরে আসে না তখন আশে-পাশে অনেক খোঁজা-খুঁজি করে বেনাপোল পোর্ট থানায় খবর দেয়। রাতে পুলিশের কাছেই ছিলো আরিফ।
রাতদিন সংবাদ







