বেনাপোল পোর্ট থানা এলাকার এক চায়ের দোকানে একটি শিশু পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের সিনিয়র এ এস পি জুয়েল ইমরান। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে পোর্ট থানার ওসি মামুন খান জানান, বেনাপোল আল-আরাফাহ্ ব্যাংকের সাথে
মোহাম্মদ তোফাজ্জল হোসেনের চায়ের দোকানে এই শিশুটিকে সাথে নিয়ে একটি মহিলা আসে(নিজেকে শিশুটির মা পরিচয় দেয়) এবং সে বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটিকে দোকানের সামনে রেখে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর যখন মহিলা আর ফিরে আসে না তখন আশে-পাশে অনেক খোঁজা-খুঁজি করেও মহিলার আর কোন সন্ধান পাওয়া যায় না। পরবর্তীতে চায়ের দোকানদার বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করে। তার স্বজনের সন্ধান পেতে তারা কাজ করছেন। একই সাথে তিনি শিশুর স্বজনদের বেনাপোল পোর্ট থানার ০১৩২০-১৪৩৩৯৩নাম্বারে যোগাযোগের আহবান জানান।
রাতদিন সংবাদ







