Saturday, December 6, 2025

চৌগাছায় অষ্টম শ্রেণির ছাত্র ক্যান্সারে আক্রান্ত, অসহায় পিতার সহযোগিতা কামনা

চৌগাছা (যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছার স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শরিফ আরমান (১৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অসহায় পিতা ছেলের চিকিৎসার জন্য সহায় সম্বল বিক্রি করে ৬ টি কেমোথেরাপি দিয়েছেন। চিকিৎসক বলছেন, বাকি আরো ৮টি কেমোথেরাপি দিলে সুস্থ্য হয়ে উঠবেন ওই শিশুটি। কিন্তু তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা সম্ভব হচ্ছেনা। এই অবস্থায় বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি।

জানাগেছে, উপজেলার বাঘারদাড়ি গ্রামের আব্দুল্লাহ হোসেন লাল্টুর ছেলে শরিফ আরমান (১৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে অতিকষ্টে জীবনযাপন করছে। ২০২০ সালের মার্চ মাসে প্রথম তার ক্যান্সার সনাক্ত হয়। বাম পায়ের হাটুর নীচে হাড়ে এই ক্যান্সারটি ধরা পড়ে। প্রথম পর্যায় যশোর, ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে অসহায় পিতা লাল্টু সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যান। পরবর্তীতে ঢাকা মহাখালি ক্যান্সার হাসপাতালে নিলে চিকিৎসক ১৪ টি কেমোথেরাপি দেবার জন্য পরামর্শ দেন। ইতোমধ্যে বাড়ির গরু, ছাগলসহ যা কিছু ছিল সব বিক্রি করে ৬ বার কেমো দেয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন আরো ৮টা কেমো দিতে হবে। কোমোর কোর্স সম্পন্ন হলে শরিফ আরমান সুস্থ্য হয়ে উঠবে। একই সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু অসহায় পিতার কাছে আর কোন টাকাপয়সা নেই। তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা আদৌ সম্ভব নয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর