Saturday, December 6, 2025

কেশবপুরে ইউডিসি উদ্যোক্তা ও ইউপি সচিবদের প্রশিক্ষণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে নিরাপদ অনলাইনসেবা প্রদান সহজিকরণ বিষয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদের সচিবদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা পরিষদ এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ ও জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর