Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় ফেনসিডিলসহ আইনজীবী আটক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ মিজানুর রহমান বিপ্লব (৪৮) নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। আটক আইনজীবী যশোর শহরের খড়কী ষ্টেডিয়ামপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে। সম্প্রতি অন্য একটি মাদক মামলায় তিনি জামিনে বের হয়েছিলেন।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলীধান্যপুড়ায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরে খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদ সরদার সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যরা মিজানুর রহমান বিপ্লবকে আটক করতে সক্ষম হন। এ সময় তার জিন্স প্যান্টের পকেট থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন বলেন, ‘মিজানুর রহমান বিপ্লব সমিতির তালিকাভূক্ত একজন আইনজীবী। তবে সম্প্রতি বিভিন্ন অভিযোগে তাকে সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কয়েকদিন আগে সে (বিপ্লব) একটি মাদক মামলায় জামিনে বের হয়েছে বলেও উল্লেখ করেন এই আইনজীবী নেতা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক সজল কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আইনজীবীকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর