সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৩ দিনব্যাপি “মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’’ সমাপ্ত হয়েছে। সোমবার (২৯ মার্চ) জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি)’র আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সভা প্রধান হিসেবে সাংবাদিকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
সমাপনি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফকরুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু, পিআইবির প্রশিক্ষক মোঃ শাহ আলাম সৈকত, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল কণ্ঠ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ। এর পূর্বে পিআইবির মহাপরিচালক নড়াইল প্রেসক্লাবের লাইব্রেরীর জন্য পিআইবির পক্ষ থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং গণমাধ্যমের ওপর ২৫টি বই বিতরণ করেন। এদিকে গত শনি ও রোববার নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে দু’দিনব্যাপি শিশু ও নারী সাংবাদিকতায় রিপোর্টং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মোবাইল সাংবাদিকতায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার ৩৫ জন এবং শিশু ও নারী সাংবাদিকতায় ৩০ জন
সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন।
নড়াইলে মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপ্তি

আরো পড়ুন






