সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার বাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের গাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত সমিত রায় ওই উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কালিপদ রায়ের ছেলে। তিনি সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।প্রত্যক্ষদর্শীরা জানান, সমিত রায় প্রতিদিনের মতো কেনাকাটা করতে গাজীরহাট বাজারে যান। কাজ শেষে সাইকেলে বাড়ি ফেরার সময় গাজীরহাট গরানবাড়িয়া মোড়ে ঢাকাগামী দ্রুতগতির গ্রিন বাংলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি থানায় নেয়া হচ্ছে।







