এইচ.এম.শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুবর্ন জয়ন্তি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মোরেলগঞ্জ শহরের উপজেলা চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের ¯œরনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু,উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন ,মোরেলগঞ্জ থানা,মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,উপজেলা স¦্যাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.রায়হান কবির,মোরেগঞ্জ পৌরসভা,প্রথমিক শিক্ষক সমিতি,রওশনারা মহিলা কলেজ,এ সি লাহা পাইলট হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা চত্তরে জাতীয় সংঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড প্রদর্শন করা হয়।
অপরদিকে মোরেলগঞ্জ উপজেলা চত্তরে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, এসময় বক্তাব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন হাওলাদার, মো.লিয়াকত আলী খান, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মুক্তিয়োদ্ধা পরিবারের পক্ষ্যে মো.সাইফুল ইসলাম প্রমুখ।
মোরেলগঞ্জে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আরো পড়ুন






