Saturday, December 6, 2025

ঝিকরগাছা যাতাযাতের পথ বন্ধ হওয়ায় আদালতে মামলা

যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের দৈনিক যশোর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি বিল্লাল হুসাইনের যাতাযাতের পথ বন্ধ হওয়ায় তার চাচা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে আদালতে মামলা করেছেন। বিবাদীরা হলেন, একই গ্রামের মৃত. জয়েন উদ্দীন গাজীর ছেলে শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, রবিউল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, বাদী ও বিবাদী পরষ্পর চাচাতো ভাই। গত ১৮ মার্চ দুপুর ২টায় আবুল কালাম আজাদের ধান ক্ষেতের আইলের উরপ ঘাসের আটি রাখে। ঘাসের আটি রাখতে দেখে ১নং বিবাদী সহ সকল বিবাদী বাদীর ছেলে আবুল কালামকে ঘাস সরিয়ে নিতে বলে। আবুল কালাম ঘাষ সরিয়ে নিতে দেরি হলে তাকে খুন করার উদ্দেশ্যে দা হাতে করে তেড়ে আসে। বাদী ও স্বাক্ষীদের দেখে বিবাদীগন তাকে (আবুল কালাম) ছেড়ে দেয় এবং যাওয়ার সময় যেখানে পাবে সেখানেই খুন জখম করিবে শাসিয়ে যায়। বাদী সহ স্বাক্ষীরা জীবনের নিরাপত্তাহীনতা ভূগিতেছে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা গত ২০মার্চ উত্তরাধিকার সূত্রে পাওয়া চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, যাহা বাদী ৫৫-৬০ বছর ধরে ব্যবহার করে আসছে। যাহার সাবেক এস.এস দাগ ২৪৬১, আরএস দাগ ৩১৪৮, খতিয়ান ৬৫৪, জেএল নং ১৫৫, ৫৩ নং বাঁকড়া মৌজার জমির রাস্তা বন্ধ করে দিয়েছে। যার কারণে বাদী সহ এলাকার ১৫-২০টা ঘর চলাচল করতে পারছে না। যদি বাদী ও স্বাক্ষীগণ রাস্তা ব্যবহার করে তাহা হইলে মারধর করবে, হাত পা কেটে ফেলবে। এই বিষয়ে দৈনিক যশোর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি বিল্লাল হুসাইন বন্ধ হওয়া রাস্তার ছবি তুলিতে আসিলে তাহাকে হুমকি দিয়া ঘটনাস্থল হইতে তাড়িয়ে দেয়।যার বুনিয়াদে বাদি আদালতে গিয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারা মতে নালিশী আরজি দাখিল করেছেন।

আফজাল হোসেন চাঁদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর