বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শরিফুল ইসলাম, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। সন্ধ্যায় প্রশাসনের পক্ষে মোমবাতি প্রজ্বলন করা হয়।এদিকে বাঘারপাড়া বালিকা দাখিল মাদরাসায় একই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধীকারী, প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , মাদরাসা সুপার রেজাউল করিম , সহকারি শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।
অন্যদিকে সন্ধায় দিবসটি উপলক্ষে যশোর জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির নেতৃত্বে শহিদের স্মরণে প্রদীপ নিয়ে মিছিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন , দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আওয়ামীলীগ নেতা শেখ ইউনুস আলী, গফুর সরদার, যুবলীগের সাবেক সম্পাদক নজরুল ইসলাম, জুলফিক্কার আলী জুলাই, ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি বায়জিদ হোসেন।







