Friday, December 5, 2025

২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান’ দিবস উদযাপনের সিদ্ধান্ত 

 সৈয়দ নাইমুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নড়াইল জেলা লিগাল এইড কমিটির মাসিক সভা ২৪  মার্চ বিকেল ৪ টায় জজশিপের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল জেলা দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মুন্সী মোঃ মশিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি আল মাসুদ, জেলা লিগাল এইড  সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ পশুপতি বিশ্বাস, নড়াইল সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, এডিএম সুমি মজুমদার, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আঃ হান্নান, সদর হাসপাতালের আর এমও ডাঃ মশিয়ুর রহমান বাবু,  নড়াইল বারের সভাপতি এ্যাড. উত্তম কুমার ঘোষ, জিপি অচিন চক্রবর্তী, পিপি ইমদাদুল ইসলাম, বিচারক মন্ডলী ও আইনজীবীবৃন্দ।  

জেলা দায়রা জজ আলোচনায় বলেন, আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। এ দিবসকে জাকজমকভাবে উদযাপন করতে হবে। তিনি দিবসটিতে একটি সুভেনির প্রকাশের আগ্রহ ব্যাক্ত করে সকলের সহযোগিতা কমনা করেন। আলোচনা সভায় এ সংস্থার মাধ্যমে নড়াইলে ২ হাজার ১৬৭ টি মামলা  বর্তমানে বিচারাধিন আছে বলে জানান হয় ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর