কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সমাধান সংস্থার উদ্যোগে সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামুলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ কফিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আঃ মজিদ বড় ভাই। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সমাধানের সহকারী পরিচালক মোঃ সফিউল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সাতাইশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে ও সহকারী শিক্ষক সুব্রত চক্রবর্ত্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাধানের প্রোগ্রাম অফিসার কবি মোঃ মুনছুর আলী। অনুষ্ঠানে শহীদ মিনার বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতায় যথাক্রমে রুবাইয়া ইয়াসমিন, জিসান ও তামিম ফরহাদ ওমর ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ







