খুলনা প্রতিনিধি: খুলনায় ট্রেনে কাটা পড়ে মো. জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মহানগরীর দৌলতপুরের মানিকতলা মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জুয়েল ওই এলাকার মো. আবু হানিফের ছেলে। খুলনার রেলওয়ে থানার ওসি মো. ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মানিকতলার মাইলপোস্ট এলাকায় রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস জুয়েলকে ধাক্কা দেয়। এতে তার ডান পা ও ডান হাত কাটা পড়ে। আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
খুলনায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ল হাত-পা, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

আরো পড়ুন






