বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ভারতীয় গাঁজাসহ আলমগীর হোসেন (৩৫) ও ইমাম হোসেন (৪২) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
বুধবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার নারায়নপুর পোড়াবাড়ি এলাকা থেকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করে। আটক আলমগীর ভবারবেড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও ইমাম নারায়নপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।







