ঢাকা-নড়াইল-যশোর হাইওয়ে সড়কের নড়াইলের তুলারামপুর সেতুর মাঝখানে ধসে পড়ায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সেতুর দুই পাড়ে অনেক বাস-ট্রাক আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দশ চাকার একটি পাথরবোঝাই ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পরই এ ঘটনা ঘটে। সেতুটির মাঝখানে প্রায় পাঁচ ফুট অংশের কংক্রিট খসে পড়েছে। এতে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।তুলারামপুর বাজারের ব্যবসায়ী খায়রুল বাশার জানান, সেতুর একটি অংশ থেকে রড বের হয়ে পড়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ভ্যান, অটোরিকশাসহ হালকা যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি লাগানোর পর কিছুটা ঝুঁকি মুক্ত হবে। এরপরও বাস-ট্রাকসহ ভারী যানবাহন সেতু দিয়ে চলতে দেয়া হবে না।
অনলাইন ডেস্ক







