যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলকে বোমা মেরে হত্যা চেষ্টা মামলার আসামি তরিকুল ইসলাম ওরফে তারিক শেখকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামি তারিক শেখ নওয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল বারিক শেখের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ জুলাই ভোরে এনামুল হক বাবুল ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উপজেলা পরিষদ জামে সমজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে কলেজ গেটে মোড়ল স্টোরের সামনে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেয়া সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর হামলাকারী দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে এনামুল হক বাবুল অভয়নগর থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে বোমা হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় তরিকুল ইসলাম ওরফে তারিক শেখ দীর্ঘদিন পলাতক থেকে সোমবার আদালতে আত্মসমর্পন করে। বিচারক তার জামিন আবেদনের শুনানী শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভয়নগরে বোমা হামলা মামলার আসামির আত্মসমর্পন

আরো পড়ুন






