এইচ.এম.শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মিজান হাওলাদার (৩৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আটক মিজান দৈবজ্ঞহাটি ইউনিয়নের নরুল্লাহপুর গ্রামের সেকান্দার ওরফে কসাই সেকান্দারের ছেলে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মিজানের বাড়ি থেকে তাকে আটক করে।এ বিষয়ে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিজানকে আটক করা হয়। এ ময় তার দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।







