Saturday, December 6, 2025

বাঘারপাড়ার মন্দিরের মূর্তি চুরি মামলায় আটক জিহাদ রিমান্ডে

যশোরের বাঘাপাড়ার বড় খুদড়াগ্রামের শ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরের মূর্তি চুরি মামলায় আটক জিহাদ মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান এ আদেশ দেন। জিহাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত রওশন মোল্লার ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাতে বড়খুদড়া গ্রামের শ্রী নিতাই গৌর সেবা শ্রম মন্দিরে চোর হানা দেয়। তারা মন্দির থেকে মূর্তি চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনগন ধাওয়া করে জাহিদ মোল্লাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি জগন্নাথ, একটি কৃষ্ণ মূর্তি ও একটি প্রদীপ স্ট্যান্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি আটক জিহাদসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় কুমার দাস আটক আসামিকে আদালতে সোপর্দ ও সাত দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার শুনানী শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর