জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে উপজেলা মহিলা আ‘লীগের সভানেত্রী ও দৈনিক কল্যাণ পত্রিকার স্টাফ রিপোর্টার রাবেয়া ইকবালে বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ১৯মার্চ দিবাগত রাতের তার মধ্যকুল গ্রামের বাড়িতে কোনো একসময় এ ঘটনা ঘটে। ২০মার্চ সকালে চুরির বিষয়টি চোখে পড়ে বাড়ির লোকদের।
রাবেয়া ইকবাল সাংবাদিকদের জানান শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় তার বাড়ির শয়ন ঘরের পুরাতন কাঠের জানালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা ছাড়াও জিনিসপত্র নিয়ে চোরেরা চলে যায়। এতে আনুমানিক ৫৬ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় রাবেয়া ইকবাল কেশবপুর থানায় একটি সাধাণ ডায়েরী করেছেন।







