যশোরের বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ উপলক্ষে নৌপরিবহন সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন চৌধুরী সিসিটিভি ক্যামেরা ও গেট পাস সিস্টেমস স্থাপন কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন।
প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে বন্দরের প্রতিটি ওয়ারহাউজ,পার্কিং ইয়ার্ড, স্টেক ইয়ার্ডসহ বিভিন্ন স্থানে ৩৭৫টি আধুনিক মানের সিসিটিভি ক্যামরাসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হবে।
এছাড়া পণ্যবাহী গাড়ি এবং বন্দর ব্যবহারকারীদের উন্নত নিরাপদ সেবা প্রদানের জন্য এ্যাকসেস কন্ট্রোল সিস্টেমও স্থাপন করা হবে। এতে বন্দরের নিরাপদ আমদানি রফতানি বাণিজ্য ও যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
শনিবার বেলা ১১টার দিকে সিসিটিভি ফলক উন্মোচন শেষে সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বেনাপোল বন্দর, ইমিগ্রেশন, চেকপোস্ট পরিদর্শন করেন। এরপর দুপুর সাড়ে ১২টার সময় তিনি চেকপোস্ট বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের অডিটেরিামে বন্দর ব্যবহারকারী সংগঠন ও ব্যবসায়ী এবং বন্দরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
বেনাপোল স্থলবন্দরের উপরিচালক মামুন কবির তরফদার জানান, দেশের প্রায় সিংহ ভাগ আমদানি পণ্য ভারত থেকে এ পথে আমদানি হয়ে থাকে। দিন দিন এ বন্দরের গুরুত্ব আরো বেশি হচ্ছে। বন্দরটি ২৪ ঘণ্টা আমদানি বাণিজ্য কার্যক্রম পরিচালনার জন্য খোলা রাখছে। সপ্তাহে ৭ দিনই ২৪ ঘণ্টা খোলা।
জাতীয় রাজস্ব বোর্ড প্রতিবছর এ বন্দর থেকে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। বন্দরটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাওয়ায় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সিসিটিভির আওতায় আনা হলো। তবে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব ব্যংকের আর্থিক সহযোগিতায় এ প্রকল্পটি চালু করা হলো। কতদিনের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন আগামী ছয় মাসের মধ্যে শেষ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, বেনাপোল কাস্টমস কমিশানার আজিজুর রহমান, বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল, শার্শা উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল হক মঞ্জু, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন প্রমুখ।
রাতদিন সংবাদ







