যশোরের ট্রাফিক কনস্টেবল আফজাল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটের সময় মনিহার এলাকায় ডিউটিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার বয়রা এলাকায়। তার আকস্মিক মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন যশোর জেলা পুলিশ সুপার পলয় কুমার জোয়ারদার। ট্রাফিক অফিস সূত্র জানায়, সকাল আটটায় পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হয়।লাশ পরিবার পরিবারের হাতে হস্তান্তর করা হয়।শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায় অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্মচারীবৃন্দ অংশ নেন।
রাতদিন সংবাদ







