Saturday, December 6, 2025

চৌগাছায় যুবককে কুপিয়ে জখম

ছৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় জনি হোসেন (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার আন্দারকোটা গ্রামের আবু তাহেরের ছেলে। শুক্রবার সকাল ১০ টার দিকে কমলাপুরের এইচ এম ইটভাটার সামনে এ ঘটনাটি ঘটে।
আহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন পূর্ব শত্রুতার জের ধরে জনি হোসেনের সাথে একই গ্রামের গোলাম রসুল নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১০ টার দিকে জনি কমলাপুরের এইচ এম ইটভাটার সামনে গেলে সেখানে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত গোলাম রসুলের নেতৃত্বে ৭/৮ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর আড়াই টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর