অ্ভয়নগর প্রতিনিধি: আগামী ১১ এপ্রিল রোববার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সুশান্ত কুমার দাস শান্তর মনোনয়নপত্র উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান বরাবর জমা দেওয়া হয়।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুলের নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নওয়াপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ।
প্রসঙ্গত, এবার নওয়াপাড়া পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৮৬জন। এর মধ্যে নারী ভোটার ৩২ হাজার ৪৫ ও পুরুষ ভোটারের সংখ্যা ৩১ হাজার ১৪১জন। ভোট কেন্দ্র ৩০টি।
নওয়াপাড়া পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী শান্ত

আরো পড়ুন






