Friday, December 5, 2025

লোহাগড়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই: ২ লাখ টাকার ক্ষতি

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের এক হতদরিদ্রের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ৩ টারদিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানা গেছে, লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের চুন্নু খাঁর রান্না ঘর থেকে আগুনের শুত্রপাত হয়ে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহুর্তের মধ্যে বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক চুন্নু খাঁ বলেন, আমার যায়গা জমি নাই রাস্তার পার্শ্বে সরকারী যায়গায় বসবাস করি। অনেক কষ্ট করে এ ঘরবাড়ি করে বসবাস করতাম। সবইত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এখন রাতে মাথা গুজার ঠাই নাই। আমি এখন স্বর্বশান্ত হয়ে গেলাম। আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। লোহাগড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাসুদ রানা বলেন,খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর