Saturday, December 6, 2025

চৌগাছায় শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ ১৬ প্রহরহারব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ অনুষ্ঠিক হয়েছে।যশোরের চৌগাছা নিরিবিলি পাড়া শ্রী শ্রী দূর্ঘা মন্দিরের আঙ্গিনায় দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের কল্যাণে কামনায় প্রথম বার্ষিকী ১৬ প্রহরব্যাপী শুভ অধিবাস ১৫ ই মার্চ সোমবার মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও চৌগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়। মহানাম মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হয় ।বৃহস্পতিবার অরুনোদয় পর্যন্ত নাম সমাপনন্তে কুজভঙ্গ,নগরকীর্ত্তন ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ কমিটির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়ার সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ দে ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার রাহা, সহ নিরিবিলি পাড়া বাসির সার্বিক সহয়োগীতা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর