শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ ১৬ প্রহরহারব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ অনুষ্ঠিক হয়েছে।যশোরের চৌগাছা নিরিবিলি পাড়া শ্রী শ্রী দূর্ঘা মন্দিরের আঙ্গিনায় দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের কল্যাণে কামনায় প্রথম বার্ষিকী ১৬ প্রহরব্যাপী শুভ অধিবাস ১৫ ই মার্চ সোমবার মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও চৌগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়। মহানাম মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হয় ।বৃহস্পতিবার অরুনোদয় পর্যন্ত নাম সমাপনন্তে কুজভঙ্গ,নগরকীর্ত্তন ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ কমিটির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়ার সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ দে ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার রাহা, সহ নিরিবিলি পাড়া বাসির সার্বিক সহয়োগীতা করেন।







