Saturday, December 6, 2025

কেশবপুরে ভ্যান চালক ইদ্রিস হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার-৬

কেশবপুর উপজেলার শ্রিফলা গ্রামের ভ্যান চালক ইদ্রিস আলী (১৪) হত্যার রহস্য উদঘাটন করেছে যশোর জেলা  গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া ছিনতাইকৃত মোট পাঁচটি ব্যাটারী চালিত ভ্যান, পাঁচটি মোবাইল সেট ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল,(১) কেশবপুর থানার কন্দপপুর গ্রামের তকেববার মোড়লের ছেলে  নাজমুল ইসলাম ইমরান(১৪),মনিরামপুর থানার দোনার গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে (২) সোহেল রানা ‍সুমন(২৩),মনিরামপুর থানার কাশিপুর গ্রামের মধ্য পাড়ার মৃত-আকাম সরদারের ছেলে (৩) সহিদুল ইসলাম সাইদুর (২৮), নড়াইল লোহাগড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের  পূর্ব পাড়ার জয়নাল মোল্লার ছেলে (৪)আফতাব মোল্লা(৪৫) বর্তমানে আফতাব মোল্লা যশোর সদর উপজেলার ঘোপ-বেলতলা ডিআইজি রোডস্থ আতাউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন,(৫)মনিরামপুর থানার কাশিপুর গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল কাদের সরদারের ছেলে রফিকুল ইসলাম(৫০) এছাড়া (৬) মনিরামপুর থানার তাহের পুর গ্রামের মৃত- মোমিন বিশ্বাসের ছেলে  আব্দুর রশিদ(৫০)।

পুলিশ সূত্রে জানাযায়, নিহত ইদ্রিস আলীর বাড়ি কেশবপুর উপজেলার শ্রিফলা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।তিনি পেশায় একজন ভ্যান চালক।গত ০১ জানুয়ারি সকাল নয়টার সময় উপজেলার মঙ্গলকোট কমিউনিটি ক্লিনিকের দক্ষিণ পাশে মাছের ঘেরের মধ্যে শেওলা দিয়ে ঢেকে রাখা মৃত দেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাত করে কে বা কাহারা তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত ভ্যান,মোবাইল ও টাকা নিয়ে যায়।এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই আঃ কুদ্দুছ অজ্ঞাতনামা আসামি করে কেশবপুর থানায় একটি মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ বিভিন্নভাবে বিষয়টি তদন্ত করে আসছিলেন। পরিশেষে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হলো পুলিশ।

পুলিশ জানায়,এ হত্যাকাণ্ডটি  ক্লুলেস ও চাঞ্চল্যকর হওয়ায় গত ২৭শে জানুয়ারি জেলা পুলিশ সুপার মহোদয় জেলা রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের দায়িত্ব দেন।রহস্য উদঘাটনে থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম গোপন ও প্রকাশ্যে এ তদন্ত শুরু করেন।

এই ধারাবাহিকতায় পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ওসি ডিবি সোমেন দাশের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিম গত ৫ই মার্চ মনিরামপুর থানাধীন কাশিমনগর সাকিনে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ভ্যান ক্রয়/বিক্রয়কালে এক জনকে চোরাই ভ্যান ও সরঞ্জামসহ হাতে নাতে আটক করেন। এই সংক্রান্তে মনিরামপুর থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় আরো দু‘ইজন ভ্যান চোর পালিয়ে যায়।পলাতক এ দু‘ই ভ্যান চোর মনিরামপুরের সোহেল রানা ও কেশবপুরের নাজমুল ইসলাম (ইমরান) নামের ভ্যান চোরের সন্ধ্যানে নামে ডিবি পুলিশ।একপর্যায়ে ১৭ই মার্চ বেলা দেড়টার দিকে  চাচড়া চেকপোষ্ট এলাকা হইতে প্রধান চোর নাজমুল ইসলাম ইমরান-সোহেলসহ তিন জনকে আটক করে ডিবি পুলিশ। তাদের স্বীকারোক্তিতে যশোর শহরের ঘোপ বেলতলা ডিআইজি রোড থেকে আবতাবকে আটক করে এবং তার কাছে থাকা চোরাই ভ্যান ও সরঞ্জাম উদ্ধার করা হয়।এই সংবাদ পেয়ে কেশবপুর ইদ্রিস আলী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী মাসুম ও পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার, পিপিএম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদে একপর্যায়ে বেরিয়ে আসে ক্লুলেস ও চাঞ্চল্যকর কেশবপুরের ইদ্রিস হত্যার ঘটনাসহ একাধিক ভ্যান চুরির ঘটনা স্বীকার করে ইমরান-সোহেল চোরচক্র। তাদের স্বীকারোক্তিতে ধারাবাহিক অভিযানে ১৭ই মার্চ বিকাল পাঁচটার দিকে মনিরামপুর তাহেরপুর থেকে রশিদ নামের আরেকজনকে আটক করে এবং কেশবপুর থানার বাজিতপুর সাকিনে হত্যা মামলার ছিনতাইকৃত ব্যাটারী চালিত ভ্যান গাড়িটি উদ্ধার করে ডিবি পুলিশ। পরে চোর নাজমুল ইসলাম (ইমরান) হত্যার ঘটনাস্থলে গিয়ে হত্যা ও ছিনতাইয়ের  বর্ননা দেয়। এছাড়া কেশবপুর থানার ছোট পাথরা, পাজিয়া ও হদ গ্রামে ঘটনার আগে ও পরে একাধিক ভ্যান চুরির ঘটনা বর্ননা দেয় এবং ভুক্তভোগীদের বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান করে ডিবি পুলিশ এবং তাদের স্বীকারোক্তিতে মনিরামপুর কাশিপুর বাজারে রফিকুল ইসলামের অটো রিক্সা গ্যারেজ হতে ২টি চোরাই ব্যাটারী চালিত ভ্যান ও সরঞ্জামাদি উদ্ধারসহ রফিকুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ।চোরাই উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম,পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পৃখক একটি মামলা দায়ের করা হয় এবং কেশবপুরের ভ্যান চালক ইদ্রিস হত্যা মামলাতেও গ্রেফতার করে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যান চালক ইদ্রিস আলীকে ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘটনাস্থলে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ ঘুম করে ও ব্যবহৃত ভ্যান গাড়িটি নিয়ে চলে যায়।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর