Saturday, December 6, 2025

মণিরামপুর ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড

মণিরামপুর পৌর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে আতশবাজির আগুনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকান্ড ঘটেছে। বুধবার সন্ধ্যায় অগ্নিকান্ডের আধাঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এবং মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আতশবাজি ফুটানোর আয়োজন করা হয়। এর ফুলকিতে কার্যালয়ের ছাদে থাকা পরিত্যক্ত কাগজে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আঘাধণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
মণিরামপুর ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ডঘটনার সময় ইউএনও কার্যালয়ে ছিলেন না বলে জানান।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর