জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।১৭মার্চ সকাল ৮টায় শহরের উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্মমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নের্তবৃন্দ,কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
সকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর দলীয় কার্যালয়ে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমূখ।
কেশবপুরে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী পালিত

আরো পড়ুন






