Saturday, December 6, 2025

ইয়ো ইয়ো টেস্টে সবাইকে চমকে দিলেন শাহাদাত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে টাইগার পেসার শাহাদাত হোসেনের নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে মাঠে ফিরতে হলে তাকে ফিটনেস টেস্টে উতরাতেই হতো। সেই পরিক্ষায় বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন শাহাদাত। ইয়ো ইয়ো টেস্টে ১৯.১ স্কোর গড়েছেন তিনি। এবারের ফিটনেস টেস্টে যা পেসারদের মধ্যে সর্বোচ্চ।

এ মাসেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দেন বাংলাদেশ দলের পেসার শাহাদাত হোসেন। ইয়ো ইয়ো টেস্টে সবাইকে বেশ চমকেই দিয়েছেন ডানহাতি এই পেসার। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় শাহাদাতের ক্রিকেটে ফেরার পথটা আরো মসৃণ হলো। প্রায় দেড় বছর আগে শেষ বারের মতো প্রতিযোগিতামুলক ক্রিকেটে খেললেও এটা তার ফিটনেসে খুব একটা প্রভাব ফেলেনি।বেশ কিছু কারণে ঘরোয়া ক্রিকেট থেকে শাহাদত হোসেনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট বোর্ড। বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগের ভুলের পুনরাবৃত্তি না ঘটতে দেয়ার অঙ্গীকার করেছেন এই পেসার।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর