Friday, December 5, 2025

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজঅধ্যক্ষ নিহত

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলম (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছন।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে নয়টার দিক এ দুর্ঘটনা ঘটে।নিহত রওশন আলম সদর উপজলার তুলারামপুর দক্ষিণপাড়ার জামশেদ আলী খানের ছেলে ও আশার আলো মহাবিদ্যলয়ের অধ্যক্ষ।নিহতের ভাই জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম মুকুল জানান, রওশন আলম বুধবার সকালে তুলারামপুর সেতু-সংলগ্ন পার্শ্ব সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে হাইওয়েতে উঠছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।এ দুর্ঘটনায় নিহতের পরিবার, কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।সদর থানার ওসি ইলিয়াস হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর