মঙ্গলবার সকালে তৃতীয় সন্তানের মা হন শিশির। তৃতীয় সন্তান আসার খবর গণমাধ্যমকে নিজেই জানান সাকিব। নবজাতক ও স্ত্রী দুজনই সুস্থ আছেন বলেও নিশ্চিত করেছেন তিনি। একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন শিশির।নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে সাকিবপত্নী শিশির লিখেছেন— ‘দুই সুন্দর রাজকন্যার সঙ্গে হ্যান্ডসাম রাজপুত্র; এর চেয়ে ভালো জীবন আমরা কল্পনাও করতে পারি না। আমাদের জুনিয়রের জন্য ভালোবাসার শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।’২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাকিব ও শিশির। এর তিন বছর পর ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার বাবা হন সাকিব। তার নাম রাখা হয় ইরাম আল হাসান। ২০২১ সালের শুরুতেই তৃতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন টাইগার অলরাউন্ডার।
অনলাইন ডেস্ক







