Saturday, December 6, 2025

নানা কর্মসূচিত খুলনায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

খুলনা প্রতিনিধি: খুলনায় নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

খুলনা সোনালী ব্যাংক লিমিটেড স্যার ইকবাল রোড শাখায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়

খুলনা সোনালী ব্যাংক লিমিটেড স্যার ইকবাল রোড শাখায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়

খুলনা সোনালী ব্যাংক লিমিটেড স্যার ইকবাল রোড শাখায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। এছাড়া খুলনার বিভিন্ন ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটি উদযাপন করে।

এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর