Friday, December 5, 2025

জীবননগরে ইউএনও’র ওপর হামলা, গ্রেফতার ৪

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর কাটাপোল গ্রামে মঙ্গলবার দুপুরে ট্রাক্টরের চাপায় নিহতের ঘটনা পরিদর্শনে গিয়ে হামলায় আহত হন ইউএনও এসএম মুনিম লিংকন। এ হামলার ঘটনার জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন কাটোপোল দক্ষিণ পাড়ার তোফাজ্জল মণ্ডলের ছেলে তবিবার মণ্ডল, হাসাদহ জাফরাবাজ পাড়ার শহিদুল ইসলামের ছেলে সোহানুর রহমান সাজু,  নতুন চাকলা গ্রামের আশাদুলের ছেলে নয়ন ও হাসাদহ দক্ষিণ পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে জয়নাল।জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, কাটাপোল গ্রামে ইউএনও’র ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে জীবননগর থানায় এক‌টি মামলা দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর