কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দুটি ইউনিটের ৩১সদস্য বিশিষ্ট আহ্ববায়ক কমিটি গঠন করা হযেছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ মার্চ কমিটি ঘোষণা করেছেন। কেশবপুর উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্ববায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, যুগ্ম আহ্ববায়করা হয়েছে হাফিজুর রহমান, আল আমিন, আলমগীর হোসেন, সোহেল মেহেদী , মোঃ টিপু সুলতান (গৌরিঘোনা), টিপু সুলতান(মঙ্গলকোট) , এনামুল হক, মেহেদী হাসান মিলন, আবু সাইদ সানা সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়েছে। এছাড়া কেশবপুর পৌর স্বেচ্চাসেবক দলের আহ্ববায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবল হোসেন এবং যুগ্ম আহ্ববায়করা হলেন মেহেদী হাসান,শাহ আলম, জাকির হোসেন, সোহাগ খান, মারুফ হোসেন , মেহেদী হাসান সোহাগ, শফিকুল ইসলাম সুইট , শেখ ইসলাম হোসেন এবং ইমরান হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কেশবপুর পৌর কমিটি গঠন করা হয়েছে। এদিকে, কেশবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬মার্চ বিকেল সাড়ে ৫টায় শহরের ডাক বাংলো রোডের বিএনপি কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক শামছুল আলম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল রানা বাবুর সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তৃতা করেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ স¤পাদক আলাউদ্দিন আলা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজাহান আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম পলাশ, ইকবাল হোসেন, টিপু সুলতান, শাহ আলম, আসাদুজ্জামান, জিয়াউর রহমান, রুবেল হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা

আরো পড়ুন






