বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে চার পিস সোনার বার ও মোটরসাইকেলসহ আব্দুল জলিল (৩৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোনার বাজার মূল্য ৩১ লাখ ৪০ হাজার টাকা। আটক আব্দুল জলিল বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মৃত মহারম আলীর ছেলে।রোববার (১৪ মার্চ) দুপুরে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম বোয়ালিয়া গ্রামের এবি ইটভাটার সামনে অবস্থায় নেয়। এসময় তারা একটি মোটরসাইকেলের গতিরোধের নির্দেশ দেয়। চালক মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে চার পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ৪৩৪ গ্রাম। জব্দ করা সোনাসহ আটক জলিলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
বিশেষ প্রতিনিধি







