সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফ্রানচাইজ ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। নড়াইলের ৪টি দলকে নিয়ে দু’দিনব্যাপি নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে দিবা- রাত্রী এই খেলা অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ মার্চ) রাতে ফাইনাল খেলায় কালিয়া টাইগার্স দল লোহাগড়া উপজেলার এম এম মতিয়ার রহমান স্মৃতিসংসদ দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৪টি দল হলো কালিয়া টাইগার্স, নড়াইল টাইমস, লোহাগড়া লেঃ এমএম মতিউর রহমান স্মৃতি সংঘ এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মুর্তজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ
সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী কালিয়া টাইগার্স দলকে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজ মানি ও রানার্সআপ এম এম মতিয়ার রহমান স্মৃতি সংঘকে ৫০ হাজার টাকার ডামি চেক তুলে দেন। কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লেফটেনেন্ট মতিউর রহমান স্মৃতি সংঘে অংশ নেয়া জাতীয় ভলিবল দলের অধিনায়ক নড়াইলের কৃতি
সন্তান হরশিৎ বিশ্বাস।







