Friday, December 5, 2025

নড়াইলে মালিকানা দ্বন্দ্বে প্রতিপক্ষের ধানের চারা কেটে সাবাড়

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ দুই ;ব্যক্তির মধ্যে জমির দ্বন্দ্বের জেরে ১৮ শতক জমির ধানের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার এ ঘটনার প্রতিবাদে ধানক্ষেতেই মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় গ্রামে। এদিকে ওই জমি চাষ করার অপরাধে গত বুধবার রাতে এ জমির বর্গাচাষি সুনীল বালাকে আটক করে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মানববন্ধনে বক্তব্য দেন মুলদাইড় গ্রামের জমির মালিক দাবিদার জাহিদ মুন্সি, মো.
শহিদুল ইসলাম, রেখা রানী বালা, প্রত্যাশী বালা প্রমুখ। তালতলা গ্রামের জাহিদ মুন্সি অভিযোগ করেন, তালতলা মৌজার ৮৫নং খতিয়ানের ৪৪ দাগের ১৮ শতাংশ জমি আমার পূর্বপুরুষের এবং আমরাই ভোগদখল করে আসছিলাম। ২০০১ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার পর এ জমি আমার চাচা গোলাম মোস্তফা জোর করে দখল করে নেন। পরে ২০১৫ সালে বিদেশ থেকে আসার পর এ জায়গার দখলে গেলে আদালতে মামলা হয়। এ বছরের অগ্রহায়ণ মাসে জমির দখলে গিয়ে বোরো আবাদ করেছি। গত শুক্রবার দুপুরে চাচা গোলাম মোস্তফার নেতৃত্বে লোকজন এসে জমির
ধানের চারা উপড়ে ফেলে দেয়। ধান গাছের চারা কাটার ঘটনায় গত শুক্রবার রাতে সদর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা বলেন, এটা আমার পৈতৃক জমি। প্রথম থেকেই আমরা এ জমির ফসল খাচ্ছি। হঠাৎ গত অগ্রহায়ণ মাসে তারা আমার জমির কলাই জোর করে তুলে পুড়িয়ে ফেলে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ধান কাটার বিষয়ে লিখিত অভিযোগ
পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর