Saturday, December 6, 2025

চৌগাছা বাজার ব্যাবসায়ী সমিতির দায়িত্বে ফের শফি ও ইবাদত

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা ঃ যশোরের চৌগাছা বাজার ব্যাবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে ফের এসএম শফিকুর রহমান শফি ও হাজী ইবাদৎ হোসেন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা ১৩ বছর একই পদে বহাল থেকে ফের দায়িত্ব পেলেন। এছাড়া

সিনিয়রসহ-সভাপতি মতিয়ার রহমান
যুগ্ম-সাধারন সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল

সিনিয়র  সহ-সভাপতি মতিয়ার রহমান এবং যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নাটোরের লালপুর গ্রীনভ্যালি পিকনিক স্পটে  অনুষ্ঠিত সমিতির বার্ষিক আনন্দ ভ্রমন ও সাধারণ সভা শেষে জয়ীদের নাম ঘোষনা করা হয়। উল্লেখ্য,  ১৯৯০ সালে গঠিত হয় চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি। প্রথমে সভাপতি হন এনায়েত আলী এবং সাধারন সম্পাদক  হাজী  লিয়াকত আলী। ১৯৯৬ সালে সভাপতি রবিউল ইসলাম ও সাধারন সম্পাদ হিসেবে দায়িত্ব গ্রহন করেন হাজী মোঃ ইবাদৎ হোসেন।  ২০০২ সালে সেলিম রেজা আওলিয়া সভাপতি ও হাজী ইবাদৎ সাধারন সম্পাদক হয়েছিলেন। ২০০৮ সালে এসএম শফিকুর রহমান শফি সভাপতি এবং হাজী ইবাদৎ হোসেন পুনরায় সাধারন সম্পাদক হন। ২০১৪ সালে তারাই আবারো তারা্ই নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার নতুন কমিটি গঠন করা হয়।  দুই যুগ ধরে ক্ষমতায় থাকা  সাধারন সম্পাদক হাজি ইবাদৎ হোসেন জানান কমিটিতে  মোট সদস্য ৬৪২ জন। কিন্তু বর্তমানে ৩শ’জন  সক্রিয় সদস্য রয়েছেন। খুব শিগগির তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন বলে জানান মি.ইবাদৎ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর