Friday, December 5, 2025

অর্থ আত্মসাতের অভিযোগে আর্স বাংলাদেশের সাবেক কর্মসূচি সংগঠকের বিরুদ্ধে মামলা

প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাত ও জীবন নাশের হুমকির অভিযোগে এনজিও প্রতিষ্ঠান আর্স বাংলাদেশের সাবেক কর্মসূচি সংগঠক মফিজুর রহমান ও তার জামিনদার তহমিনা সিরাজের নামে মামলা হয়েছে। মফিজুর রহমান মনিরামপুর উপজেলার লউড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ও তহমিনা সিরাজ একই উপজেলার কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার (৯ মার্চ) কোতয়ালি থানায় মামলাটি করেন আর্স বাংলাদেশ কিসমত নওয়াপাড়াস্থ প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুল হক।
মামলায় তিনি উল্লেখ করেছেন, আর্স বাংলাদেশের কর্মসূচি সংগঠক হিসেবে ১৫ সালের ১ সেপ্টেম্বর মফিজুর রহমান যোগদান করেন। সর্বশেষ সদরের জগহাটি গ্রামে সংস্থার কমপ্লেক্সে শাখায় ১৬ সালের ৩ সেপ্টেম্বর যোগদান করেন। এরপর তিনি ২০ সালের ১৪ অক্টোবর পর্যন্ত সিনিয়র কর্মসূচি সংগঠক পদে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে বিভিন্ন সদস্যের কাছ থেকে ৭ লাখ ২৩ হাজার ৪শ ১ টাকা আত্মসাত করে। অধিকাংশ সদস্যের কাছ থেকে পাশ বই নিয়ে নেয়। অডিট মনিটরিংকালে অর্থ আত্মসাতের ঘটনাটি ধরা পড়লে তাকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু তিনি বদলিকৃত শাখায় যেতে অস্বীকৃতি জানিয়ে ২০ সালের ৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন। বিষয়টি মীমাংসার জন্য তাকে তাগিদ দেয়া হয়্। কিন্তু তিনি টাকা ফেরত দেবে না চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সংস্থার প্রধান কার্যালয়ে এসে জানিয়ে দেয়। এছাড়া তিনি মোবাইলে সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলমকে জীবন নাশের হুমকি দেয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর