অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নূর আলী হত্যাকান্ডে জড়িত সন্দেহে নান্নু মল্লিক (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ মার্চ) সকালে রানাগাতী তহসিল অফিসের সামনে থেকে নান্নু মল্লিককে আটক করা হয় এবং দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক নান্নু মল্লিক উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মৃত সোবহান মল্লিকের ছেলে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ইউপি সদস্য নূর আলী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী তহমিনা খাতুন বাদী হয়ে মঙ্গলবার (৯ মার্চ) রাতে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে। এরপর ওই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে নান্নু মল্লিককে রানাগাতী তহসিল অফিসের সামনে থেকে আটক করা হয়। সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়। এছাড়া মামলার অন্যান্য আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত ৭মার্চ রাত আনুমানিক ৮টার দিকে শুভরাড়া গ্রামের বাবুরহাট নামকস্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপি সদস্য নূর আলী। এসময় তাঁর ছেলে ইব্রাহিমও (১৬) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত ইব্রাহিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভয়নগরে ইউপি সদস্য খুনের ঘটনায় যুবক আটক

আরো পড়ুন






