৯ মার্চ বিকেলে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১০টি স্বর্ণবারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃতের নাম আব্দুল ওয়াহাব। সে ছোট আঁচড়া গ্রামে আব্দুস সাত্তারের ছেলে।
৪৯ বিজিবি কমান্ডার লেপ্টেন্যান্ট কর্ণেল সেলিম রেজা জানিয়েছেন, ৯ মার্চ আমড়াখালি চেকপোস্টে দায়িত্বরত হাবিলদার নুরুল ইসলাম একটি ইজিবাইক তল্লাশী করেন। এসময় ওই স্বর্ণবারসহ আটক হয় আব্দুল ওয়াহাব। স্বর্ণের ওজন ১.১১৬ কেজি। তার মূল্য ৮০ লাখ টাকা। এ ব্যাপারে বেনাপোল থানায় মামলা হয়েছে।
রাতদিন সংবাদ







