Friday, December 5, 2025

মণিরামপুরে গৃহবধূকে পিটিয়ে জখম

যশোরের মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় রিক্তা বেগম (২৩) নামে এক গৃহবধূ জখম হয়েছেন। তিনি উপজেলার রোহিতা ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
আহত রিক্তা জানান, মঙ্গলবার সকালে তাদের বেগুন খেতে প্রতিবেশী হাসান আলী পূর্বশত্রুতার জের ধরে ফসল নষ্ট করতে ছাগল ছেড়ে দেন। ওইসময় তিনি হাসানের বাড়িতে যান বেগুন খেতে ছাগল ছাড়ার কারণ জানতে। তখন হাসান ক্ষিপ্ত হয়ে রিক্তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর