Saturday, December 6, 2025

ষষ্টিতলার পরিত্যক্ত একটি ডোবাকে কেন্দ্র করে এলাকাবাসীর ঘুম হারাম!

যশোর শহরের ষষ্টিতলা এলাকার বুনোপাড়া রোডের একটি জমিতে থাকা পরিত্যাক্ত একটি ডোবার কারণে স্থানীয় এলাকাবাসীর ঘুম হারাম হয়ে পড়েছে । একদিকে ঝোপঝাড় ও ময়লার স্তুপ অন্যদিকে বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে এ জায়গাটি। বিশেষ করে সন্ধা হলেও পরিস্থিতি হয়ে উঠে আরো ভয়াভয়। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষথেকে পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা লালু আহম্মেদ, আজমির জোয়ারদার, আলতাফ কালাম শুদ্ধ, মহিনুর আহম্মেদ সহ আরো কয়েকজন জানান,  ডোবাটির কারণে তাদের সমস্যার শেষ নেই। সেখানে ময়লা আবর্জনার স্তুপের কারণে একদিকে মশার উৎপাত অপরদিকে দূর্গেন্ধে এলাকায় বসবাসের অনুপযোগি হয়ে উঠেছে। এছাড়া ডোবার আশপাশ ঘিরে বসে বহিরাগতদের আড্ডাখানা। প্রতিদিন বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত এখানে মাদকসেবীদের আখরায় পরিণত হয়। দেয়াল বেষ্টিত বিভিন্ন ঝোপঝাড়ের ফাঁকে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সহজেই পার পেয়ে যাচ্ছেন বিভিন্ন অপরাধীরা। কখনো কখনো গভীর রাত পর্যন্ত সেখানে জুয়ার আড্ডাও চলে । কিন্তু প্রতিবাদ করার সাহস যেন নেই কারো। ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলেন এ বিষয়ে যশোর পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েও তারা প্রতিকার পাননি । জায়গাটি পরিস্কার পরিচ্ছন্ন রেখে পুলিশি নিরাপত্তা জোরদার সহ এসব সমস্যা সমাধানে সংশ্লৃষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন সবাই।
এ বিষয়ে ওই জমির মালিক আসাদুজ্জামান বাবলু বলেন, তিনি শার্শাতে থাকেন। এ সুযোগে কেউ নানা ধরণের সুবিধা ভোগ করতে পারে।  তিনি আরো বলেন, এলাকাবাসীর সমস্যা হবে এমন কিছুই তিনি করবেন না। সরেজমিনে যেয়ে তিনি বিষয়টি দেখবেন বলে জানান মি.আসাদুজ্জামান।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর