Saturday, December 6, 2025

ইডেন গার্ডেনে খেলতে হচ্ছে না সাকিবের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিখ্যাত ইডেন গার্ডেনে খেলা হচ্ছে না তার। শাহরুখ খানের দলের সবারই অবশ্য একই ভাগ্য। কারণ এবারের আইপিএলের সূচিতে কোনো দলেরই হোম ম্যাচ রাখা হয়নি।

এবারের আসরে ইডেনে ১০টি খেলা রাখা হলেও সেখানে কলকাতা নাইট রাইডার্সের কোনো ম্যাচ নেই। বিধানসভা নির্বাচনের কারণে ৯ মে প্রথম ম্যাচ হবে ঐতিহ্যবাহী এই ভেন্যুতে। মুম্বাই আর বেঙ্গালুরুর ম্যাচের মধ্যে দিয়ে চেন্নাইয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে ৯ এপ্রিল। সূচী অনুযায়ী আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।কলকাতার প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এরপরের খেলা ১৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর