Saturday, December 6, 2025

শার্শায় ছুরিকাঘাতে মুরগি ব্যবসায়ী জখম

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল হোসেন (২৮) নামে এক মুরগি ব্যবসায়ী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া দাড়িপুকুর গ্রামের আজগর আলীর ছেলে।
আহতের মা হালিমা বেগম জানান, তার ছেলের বাগআঁচড়ার ময়না বটতলায় একটি মুরগির দোকান রয়েছে। পাশের দু’মুরগি দোকানি সেলিম হোসেন ও আল-আমিন তার ছেলেকে দোকান ছেড়ে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। রাসেল দোকান ছাড়তে অস্বীকার করলে পাশের দোকানিদের সাথে তার বিরোধ হয়। রোববার সকালে সেলিম, আল-আমিন, শাহিনসহ অজ্ঞাত পরিচয়ের সাত-আটজন তৎক্ষণাৎ খালি করতে বলেন। রাসেল দোকান ছাড়তে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের ডাক্তার অমিও দাস জানান, আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তার হাতে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর