Saturday, December 6, 2025

চৌগাছায় মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ উদ্যোগে ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছায় বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করেন।
রবিবার বিকাল ৪ টায় ঐতিহাসিক ৭ ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর আলোচনা সভায় বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাওয় ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ,বক্তব্যে দেন বেড়গোবিন্দপুর বাওয়ের অফিস সহকারী গোলাম আজম, বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি বিশ্বনাথ বসু, সদস্য বিকাশ হালদার,প্রকাশ হালদার,নিরাজন হালদার, মৎস্যজবিী মাতব্বার তারক বিশ্বাস,লালচান হোসেন,মোনরঞ্জন হালদার,কপিল উদ্দিন,বাসুদেব হালদার,আমিনুর রহমান,বটু হালদার,সুধির হালদার উপস্থিত ছিলেন জুগোল হালদার,সাধন হালদার,আনন্দ হালদার,খাতের ,সাহজান প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর