Saturday, December 6, 2025

একসঙ্গে দেড় লাখ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

খুলনা প্রতিনিধি: খুলনায় একসঙ্গে এক লাখ ৫০ হাজার ১৫১ শিশুর কণ্ঠে ধ্বনিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এমন আয়োজন করে জেলা প্রশাসন।

রোববার বিকেলে খুলনা সরকারি মডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিশুদের কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ধ্বনিত হয়। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এতে জুম ওয়েবিনারের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জেলা প্রশাসন জানায়, মূল অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ দেয় মহানগরীর শ্রেষ্ঠ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ শিশু। এছাড়া পুরো জেলা থেকে জুম ওয়েবিনারে যুক্ত হয় দেড় লাখ শিশু।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর কবির, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর