যশোরে আলাদা অভিযানে মাদকদ্রব্যসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। র্যাব-৬ যশোর ক্যাম্প এবং পুলিশের বিভিন্ন ইউনিট ওই অভিযান চালায়।
র্যাবের জানায় , শনিবার দুপুরে বেনাপোলের শাঁখারীপোতা পূর্বপাড়ার আমতালার মোড় থেকে আশিকুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও নগদ সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। আশিকুর রহমান ওই এলাকার বাগানপাড়ার মৃত বাচ্চু ফকিরের ছেলে।
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ হোসেন জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নোঙ্গরপুর গ্রামের রমজান আলী মোল্লাকে (৬২) তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই একরামুল হুদা জানিয়েছেন, শনিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার ভাতুড়িয়া পূর্বপাড়ার আলীপ মোড়ের একটি দোকানের সামনে থেকে ১১০ গ্রাম গাঁজাসহ মিরাজ (৩২) নামে এক যুবককে আটক করা হয়। সে এলাকার মৃত সাহেব আলী মহুরীর ছেলে।
চানপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই পংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, ঝুমঝুমপুর বাস্তহারা কলোনীর দীঘির পাড় থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হবিবর রহমান হবি (৩৫) নামে এক যুবককে শনিবার সকালে আটক করা হয়। হবি ওই এলাকার মৃত তাইজুদ্দিন ব্যাপারীর ছেলে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানিয়েছেন, গত শুক্রবার রাত নয়টার দিকে বসুন্দিয়া বিনিময় পাড়া থেকে একশ গ্রাম গাঁজাসহ জাহিদ মোড়ল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই এলাকার শওকত মোড়লের ছেলে।
রাতদিন সংবাদ







