শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থকেঃ যশোররে চৌগাছায় উদীচী ট্রাজেডি উপলক্ষে আলোচনা সভা ও প্রতবিাদী গান এবং প্রতবিাদী কবিতা আবৃত্তি অনষ্ঠিত হয় । শনিবার (৬ মার্চ) বিকাল ৪ টায় বিজয় চত্তরে চৌগাছা উদীচী শিল্পগোষ্ঠী আয়োজনে সাবেক উপাধ্যক্ষ আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্যে দেন চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠী আহবায়ক ও মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,উদীচী আহবায়ক কমিটির সদস্য সাবেক অধ্যাপক আনন্দ মহোন বিশ্বাস,উদীচী আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মাফিজুর ইসালাম,উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা যুগ্ন আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমেদুল ইসলাম,প্রমখ। প্রতিবাদী গান প্ররিবেশন করেন শওকত আলী,ডাঃ মিজানুর রহমান,রনজিৎ বিশ্বাস,আব্দুল গণি,দেলোয়ার হোসেন। প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন মামুন শামিম আক্তার লিখন, শিমু আক্তার,আক্তারুজ্জামান,অভিজিৎ রায় ।







