শ্যামল দত্ত চৌগাছা থেকে(যশোর)ঃ যশোরের চৌগাছা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুবো, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপজেলা পর্যায় প্রোগ্রাম অবহিতকরণ সভা অনুষ্ঠত হয়েছে। ৪ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে মাদার এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ম্যাকডো) আয়োজনে ও উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো,প্রাথামক ও গণাশক্ষা মন্ত্রনালয় সগযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবা শষি মিশ্র জয়। যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সহকারী প্ররিচালক মুহাম্মদ বজলুর রশিদ, নির্বাহী পরিচালক মাদার এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ম্যাকডো) ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি,উপজেলা সমাজ সেবা অফিসার মেহেদী হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কালাম ফিকুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় ঘোসাল, হায়দার আলী, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমেদুল ইসলাম, দিশা সমাজ কল্যাণ সংস্থা উপজেলা প্রেগ্রার ম্যানেজার জাফর ইকবল, ফইন্যান্স ম্যানেজার এ কে এস সালাউদ্দিন, যশোর জেলা ডেপুটি ম্যানেজার মনিটারিং আমিনুর রহমান , চৌগাছা থেকে ম্যাকডো সংস্থার রুবেল হুসাইন, সোহেল রানা প্রমুখ।







